দুবলারচরে ধরা পড়েছে ‘নাম না জানা’ মাছ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২২

বঙ্গোপসাগরের দুবলারচরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘নাম না জানা’ একটি মাছ।
গত শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে সাগরে মাছ ধরার সময় এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটিকে দুবলারচরের আলোরকোল জেলেপল্লীতে নিয়ে আসা হয়।
রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি জানান, সাতক্ষীরার এক জেলে শুক্রবার দুপুরে সাগরে মাছ ধরা জন্য জাল ফেলেন। জাল উঠিয়ে দেখেন, তার জালে বিরল প্রজাতির নাম না জানা একটি মাছ ধরা পড়েছে।
পরে মাছটিকে আলোরকোল জেলেপল্লীতে নিয়ে আসা হয়। মাছটির নাম কেউ বলতে পারেননি। এ ধরণের মাছ আগে কেউ কখনো দেখেননি বলে জেলেরা জানিয়েছেন।
দুই কেজি ওজনের মাছটির মুখে পিরানহা মাছের মতো দাঁত রয়েছে বলে মোতাসিম ফরাজি জানিয়েছেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভেড়ামারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গায় ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: প্রকাশ্যে টাকা গুনলেন ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া

ভেড়ামারায় গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব: বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও
