শরণখোলায় চার আসন বহালের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪২ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে শরণখোলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সোমবার ভোর ছয়টা থেকে শুরু হয় এ হরতাল।
হরতাল চলাকালে দূরপাল্লার বাসসহ উপজেলার সব অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাটও বন্ধ ছিল। যানবাহন না থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুন: ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি উদ্ধার, দুই ভারতীয় আটক
যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আন্দোলনকারীরা জানান, বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার যে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। তারা চারটি আসন বহাল রাখার জোর দাবি জানান।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা পবিস কর্মীদের
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার আবারও হরতাল পালনের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
আরএক্স/