বাগেরহাটে চলছে হরতাল, নির্বাচনী অফিসে তালা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৯ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগেরহাটে হরতাল চলছে। জেলায় চারটি আসনের পরিবর্তে তিনটি আসন করার চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া সকাল-সন্ধ্যা হরতালে শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, বন্ধ থাকে দোকানপাটও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আরও পড়ুন: ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি উদ্ধার, দুই ভারতীয় আটক
এর আগে রোববার জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে। ৫ দফা কর্মসূচির অংশ হিসেবে রবিবার লিফলেট বিতরণ, সোমবার সকাল-সন্ধ্যা হরতাল, মঙ্গলবার উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার আবারো হরতালের ডাক দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের কাছে শান্তিপূর্ণভাবে দাবি পৌঁছে দিয়েছি। যদি এবারও তা উপেক্ষা করা হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। একইভাবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি খান মনিরুল ইসলাম বলেন, জনগণের মতামত উপেক্ষা করে আসন বিন্যাস করা হয়েছে, তাই আন্দোলনে নামতেই হয়েছে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা পবিস কর্মীদের
প্রসঙ্গত, গত জুলাই মাসে রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ আসন বাদ দিয়ে গাজীপুরে নতুন আসন তৈরির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বাগেরহাটের রাজনৈতিক দল ও সাধারণ মানুষ আন্দোলনে নামে। সর্বশেষ ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী, বর্তমানে বাগেরহাটে ৩টি আসন থাকবে- সদর-চিতলমারী-মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১, ফকিরহাট-রামপাল-মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে বাগেরহাট-৩।
এএস