ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের দুই যাত্রী। 

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে আঞ্চলিক সড়কের রায়গঞ্জ উপজেলার হাসিলা রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার নওদা ফুলকোচা গ্রামের গোপিনাথ হালদারের ছেলে ও ইজিবাইক চালক মানিক হালদার (৫০) এবং যাত্রী টাঙ্গাইল সদর থানার কাঠুয়া যৌগনী গ্রামের মৃত নব কিশোরের ছেলে দিনেশ কুমার সরকার (৪৫)। এ ঘটনায় আহত ২ যাত্রীকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক হাসিলা রঘুনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। 

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।

এসএ/