পরশকে চনপাড়ায় খুন করা হয়নি: ডিবি প্রধান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২২


পরশকে চনপাড়ায় খুন করা হয়নি: ডিবি প্রধান
ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশকে চনপাড়ায় খুন করা হয়েছে এমন মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, রাত আড়াইটা পরশের চনপাড়ায় যাওয়ার কথা নয়। 


বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবি প্রধান হারুন অর রশীদ।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাত দুইটার দিকে আনুমানিক ৪ জন ফারদিনকে যাত্রাবাড়ী থেকে লেগুনায় তারাবোর দিকে নিয়ে যায়। পরশকে সাদা গেঞ্জি পরা এক লোক লেগুনায় তুলতে দেখা গেছে। এ ঘটনায় লেগুনাচালক নজরদারিতে আছে।


তিনি আরও বলেন, রাত আড়াইটায় চনপাড়ায় যাওয়ার কথা নয় পরশের। তাকে হয়তো কোনো প্ররোচনা দিয়ে লেগুনায় তোলা হয়েছিল।

জেবি/ আরএইচ/