বেতাগীতে বিশ্বকাপ উত্তাপ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২২


বেতাগীতে বিশ্বকাপ উত্তাপ
ছবি: জনবাণী

বিশ্বকাপ ফুটবল খেলার দিন যতই ঘনিয়ে আসছে ততোই উত্তাপ ছড়াচ্ছে চায়ের আড্ডায়, মাঠে ঘাটে। আর্জেন্টিনার সমার্থকরা বানিয়েছে প্রায় ৪০০ ফুট পতাকা। এর বিপরীতে ব্রাজিল বানিয়েছে প্রায় ৯০০ ফুট। 


আর্জেন্টিনার সমর্থক তুহিন, মিঠু, মুন্না জানান, অচিরেই ব্রাজিলের পতাকার চেয়ে বড় পতাকা তারা নিয়ে আসছেন। বাড়ির ছাদে কিংবা গাছের চূড়ায় বিভিন্ন সমর্থকরা তাদের নিজ দলের পতাকা টানাচ্ছে। 


চলছে খেলা নিয়ে নানা আয়োজন। ব্রাজিল সমর্থক রফিক, শাহাদাত, রাতুল, রিফাত, জারিফা জানান, বর্তমানে ব্রাজিল তারুণ্য নির্ভর দল তাই যে কোন সময়ের চেয়ে ব্রাজিল শক্তিশালী তাই জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।


কাতার বিশ্বকাপ শুরু ২০ নভেম্বর। মরুর বুকে উঠবে ক্রীড়া জগতের এ জাঁকজমকপূর্ণ আসরের পর্দা। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বছরের মাঝামাঝি সময়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এই মহারণ। মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এ আসরে ৩২ দল অংশ নেবে।