আড়াই বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার!
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২২

‘ভোলার লালমোহন উপজেলায় খাল থেকে জুবয়ের হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন গাইমারা গ্রামের লুটিয়া খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুবায়ের ওই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
পুলিশ ও জুবায়েরের পরিবার জানায়, শনিবার বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল জুবায়ের। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে থাকা খালে পড়ে ডুবে যায় সে। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে স্বজনরা দেখতে পান খালে থাকা কচুরিপানার সঙ্গে জুবায়েরের জুতা ঝুলে আছে এবং সেখান থেকে ২ গজ দূরে তাঁর লাশ খালের পানিতে ভাসতেছে।
তাঁর পরিবার সহ স্থানীয়দের ধারণা, জুবায়ের খাল থেকে জুতা তুলতে গিয়ে অসাবধানতাবশত সকলের অগোচরে খালের পানিতে পড়ে ডুবে যায়।,
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভেড়ামারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গায় ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: প্রকাশ্যে টাকা গুনলেন ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া

ভেড়ামারায় গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব: বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও
