আর্জেন্টিনা সৌদি খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২২


আর্জেন্টিনা সৌদি খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ
সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলায় মোড়ে  সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে  আর্জেন্টিনা সৌদি আরব খেলা কে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দাওয়া মারামারির ঘটনা ঘটেছে। 


গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায়   সময়  কাঠালিয়া উপজেলা পরিষোদ মোড়ে  এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান,   সৌদি আরব আর্জেন্টিনাকে দুই গোলে পরাজিত করায়,   স্থানীয় নাসির উদ্দিনের ছেলে নাদিম ১৮ নামের এক  তরুন একই এলাকার কামালের  উদ্দিনের ছেলে  সবুজ ১৯ কে খেলা শেষে  গালে হাত বুলিয়ে বলছে তোদের আর্জেন্টিনা দল হেরে গেছে। 


এ কথা বলায় সবুজ মেনে নিতে না পেরে, নাদিম কে সবুজ চর থাপ্পর মারা শুরু করে,  এক পর্যায় দুটি ভাগে বিভক্ত হয়ে  দাওয়া পাল্টা দাওয়া  হয়।  


পরবর্তিতে নাদিম গ্রুপের লোক জন উজেলার খাস পুকুর এলাকায় জরো হয় আবার  ধারালো  দেশীয় অস্র নিয়ে দুপক্ষের  মোধ্য  সংঘর্ষ হয়।  এতে দুজন আহত হয়। ঘটনা শুনে কাঠালিয়া থানার এসআই সেলিম রেজা  এক দল পুলিশ  নিয়ে মরামারি   নিয়ন্ত্রনে আনে।  


পরে নাদিমের চাচা  মনির হোসেন বলেন নিজেদের মোধ্যের ঘটনা ঘরোয়া বৈঠক দিয়ে সমাধান করব কোন কেচ মামলার মধ্যে যাবো না  বলে পুলিশ ও সাংবাদিকদের জানান।  


এ বিষয়ে এস আই সেলিম রেজা বলেন  আমাদের কাছে মামলা দিলে আমরা এর ব্যাবস্থা নিব।


আরএক্স/