শিশু আয়াতের ছয় টুকরা মরদেহ পাওয়া গেল নদীতে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:৪৪ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২২

চট্টগ্রামের বন্দরটিলার নিখোঁজ শিশু কন্যা আয়াতকে মুক্তিপণের জন্য অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
শিশুটিকে ছয় টুকরা করার পর তা কাট্টলী সাগরপাড়ে ফেলে দেয়া হয়।
নিখোঁজের ১০ দিন পর আজ শুক্রবার (২৫ নভেম্বর) ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করে আবির আলী নামে তাদের এক সাবেক ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আবিরকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। সে হত্যার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির জানিয়েছেন- মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করে সে। এ সময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ওই শিশুর লাশ নদীতে ফেলে দেয়া হয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের একটি পা বিচ্ছিন্ন

চাঁদাবাজ ধরলে থানা ঘেরাও করে ছাড়িয়ে নিচ্ছে: ভিপি নুর

লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে এবার ড্রোন নিয়ে নামল বিমানবাহিনী
