কাতার বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব হলেন বাংলাদেশের মিনহাজ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২২


কাতার বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব হলেন বাংলাদেশের মিনহাজ
ছবি: সংগৃহীত

কাতার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের খতিব হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মুফতি মুহাম্মদ মিনহাজ উদ্দিন। স্কলারশিপ নিয়ে কাতার ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে খতিব পদে নিয়োগ পান তিনি।


খতিব হিসেবে দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন,‘আল-হামদুলিল্লাহ! এখানে আসার পর দ্বিতীয় সপ্তাহে খতিব হিসেবে দায়িত্ব লাভ করি।


মুফতি মিনহাজ উদ্দিন জানান, ‘কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিবের দায়িত্ব পালনে বাংলাদেশি শিক্ষার্থীদের সুনাম ও ঐতিহ্য রয়েছে। যেমন গত বছর আশরাফুল হাসান ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। 

জেবি/ আরএইচ