Logo

মহিষের গুঁতায় সাবেক এমপি বদি আহত

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২২, ১৪:১০
39Shares
মহিষের গুঁতায় সাবেক এমপি বদি আহত
ছবি: সংগৃহীত

মহিষ দুটির মধ্যে একটি ছুটে আসে বদির দিকে এবং কিছু বুঝে উঠার আগেই তার গায়ের ওপর উঠে যায়

বিজ্ঞাপন

এবার দুর্ঘটনার কবলে পড়েছে দেশের আলোচিত ব্যক্তি উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। 

জানা গেছে, মহিষের লড়াই দেখতে গিয়ে মহিষের গুঁতায় আহত হন বদি।

বিজ্ঞাপন

গতকাল রোববার (২৭ নভেম্বর) টেকনাফ সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, সমুদ্র সৈকত এলাকায় দুই মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অন্য সবার মতো আগ্রহ নিয়ে লড়াই দেখছিলেন বদি। খেলা দেখার সময় হঠাৎ মহিষ দুটির মধ্যে একটি ছুটে আসে বদির দিকে এবং কিছু বুঝে উঠার আগেই তার গায়ের ওপর উঠে যায়। 

এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD