ভ্যান-বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৯ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২২


ভ্যান-বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২
ছবি: জনবাণী

যশোর জেলার, ঝিকরগাছা থানার, বি এম হাইস্কুলের সামনে ভ্যান ও বাইকের  সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২।  নিহত  সালমা আক্তার বয়স ৬০ তাকে দুর্ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ  নিয়ে আসার পর ডা. আরিফ তাকে মৃত বলে ঘোষনা করেন। 


আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘঠেছে ।   


নিহত সালমা আক্তারের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানার মহিনিকাটি গ্রামে এবং ভ্যানে থাকা ছেলের বউ সুমি খাতুন মোটামুটি সুস্থ আছেন। 


ভ্যান চালক কালু মিয়ার তার বাসা ঝিকরগাছা বাজারের পাসে তার  অবস্থা মরমান্তিক খারাপ।  ঝিকরগাছা হাসপাতালে আনার পর সেখান থেকে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

নিহত সালমা আক্তারের ৪ টি ছেলে সন্তান রয়েছে। গর্ভবতী ছেলের বউকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসেছিলো শ্বাশুড়ি সালমা আক্তার। ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে। নিহত সালমা আক্তারের পরিবার মর্মান্তিক ভাবে ভেঙে পড়েছে। 


ছেলের আহাজারিতে স্তব্ধ পুরো হাসপাতাল।