ঝালকাঠির রাজাপুরে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২


ঝালকাঠির রাজাপুরে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে আলিফা জাহান নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজাপুর স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর জন্য থানায় নিয়ে আসে থানা পুলিশ। 


নিহত আলিফা রাজাপুর সরকারি পালইট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং উপজেলার পুটিয়াখালি গ্রামের মাসুম হাওলাদারের মেয়ে। আলিফার পরিবার বাগড়ি বাজার এলাকার বারেক আকনের ভবনের তৃতীয় তলার বাসায় ভাড়া থাকতো।


পুলিশ ও স্থানীয়রা জানায়,পরিবারের সকলের অগচরে নিজকক্ষে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগায় ওই ছাত্রী। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, কি কারনে গলায় ফাঁস দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আরএক্স/