ফুটবলপ্রেমীদের কাছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে কাতারের স্টেডিয়াম।


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৭ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২


ফুটবলপ্রেমীদের কাছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে কাতারের স্টেডিয়াম।
বিশ্বকাপ ফুটবল-২০২২ এর ভেন্যু কাতার হলেও তার উন্মাদনা ছড়িয়েছে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানেই বড় পর্দা, সেখানেই এখন মানুষ আর মানুষ। আর্জেন্টিনা-পোল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি রাত ১টায় শুরু হওয়ার কথা থাকলেও দেড় ঘণ্টা আগে থেকেই পর্দার সামনের জায়গাগুলোতে তিল ধারণের ঠাঁই মিলছিল না। গতকাল বুধবার  রাত ১১টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুহসীন হল মাঠসহ আশেপাশের জায়গাগুলোতে বাড়তে থাকে মানুষের ভিড়।


বিশ্বকাপ ফুটবল-২০২২ এর ভেন্যু কাতার হলেও তার উন্মাদনা ছড়িয়েছে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র। তবে বিশ্বকাপের উত্তাপ যেন একটু বেশিই ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হাই-ভোল্টেজ ম্যাচ চলার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে যেন কাতারের স্টেডিয়াম। প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন হাজার হাজার ফুটবলপ্রেমী।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখতে কোনো কোনো দিন এত দর্শক জড়ো হন যে সেসময় কাতারের স্টেডিয়ামেও হয়তো এত দর্শক থাকেন না। ঢাকার ফুটবলপ্রেমীদের কাছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে কাতারের স্টেডিয়াম। দেশের ফুটবল ভক্তদের সবচেয়ে উৎসাহ, উদ্দীপনা, উদযাপন আর উন্মাদনার রাজধানী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়।


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের খেলা দেখানোর জন্য বড় পর্দা লাগানোর উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তবে শিক্ষার্থীদের জন্যই সীমাবদ্ধ নয় ছড়িয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকারণ্যে।