বিশ্বের ৩০ রাষ্ট্রের নৌ প্রধান আসছেন কক্সবাজার: শাখাওয়াত মুন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৭ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২
কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব প্রধানমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজারের সার্বিক উন্নয়নের চিত্র গণমাধ্যমে প্রকাশের অনুরোধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের আমলে কক্সবাজারে চলছে অসংখ্য মেগা প্রকল্পের কাজ। এসব উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতির চিত্র গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব দ্বয়।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ অনুরোধ জানানো হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, আজকের বাংলাদেশের উন্নয়নের নেতৃত্বদানকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ ডিসেম্বর কক্সবাজার সফরে আসবেন। তাঁর এবারের কক্সবাজারের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা ৩ বারের সরকারের আমলে কক্সবাজারের সার্বিক উন্নয়নের যে অগ্রযাত্রা সকলেই
বলছেন তার সব চিত্র গণমাধ্যমে প্রকাশ জরুরী। কক্সবাজারে এ উন্নয়নের ফলে আন্তর্জাতিকভাবে গুরুত্ব পাচ্ছে তার জন্য সাধারণ জনগণ সহ কক্সবাজারবাসি ভাবনা প্রকাশে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখবে বলে আশা করেন তিনি।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর অপর উপ সচিব হাসান জাহিদ তুষার বলেন, আন্তর্জাতিক নৌ মহড়ায় সারা বিশ্বের ৩০ টি রাষ্ট্রের নৌ প্রধান আসছেন কক্সবাজারে। যা কক্সবাজারকে আবারও আন্তর্জাতিক মহলে আলোচনায় আনবে। এমন পরিস্থিতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজারের উন্নয়ন কতটুকু হল তার
প্রকাশ করার গুরুত্ব রয়েছে। এখানে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, কক্সবাজার রেল লাইন প্রকল্প, কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর, এক্সক্লেুাসিভ ট্যুরিজম জোন, মহেশখালী এল.এম.জি টার্মিনালসহ অসংখ্য মেগা প্রকল্প কতটুকু এগিয়ে গেল তার প্রকাশ্যে আনতে গণমাধ্যম ভ‚মিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, বিএফইউজে’র কেন্দ্রিয় সদস্য মো. নজিবুল ইসলাম প্রমুখ। সভায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএক্স/