এবার টানা জালে আটকা পড়েছে শত শত জেলিফিশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪২ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


এবার টানা জালে আটকা পড়েছে শত শত জেলিফিশ
আটকা পড়া শত শত জেলিফিশ। ছবি: জনবাণী

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এবার জেলেদের টানা জালে আটকা পড়ছে শত শত জেলিফিশ।


সৈকতের বীচ কর্মী বেলাল হোসেন জানিয়েছেন, শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় এসব জেলিফিশ আটকা পড়া টানা জালটি টেনে উপক‚লে আনা হয়। এতে জেলিফিশ দেখে জেলেরা যা পেলে দিয়েছি সাগরে। ফলে এসব জেলিফিশ মারা গিয়ে সৈকতে ভাসছে।


এর আগে ১১ নভেম্বর ও আগস্ট মাসের শুরুতে সৈকতের বিভিন্ন পয়েন্টে শত শত জেলিফিশ ভেসে আসে।


বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানিয়েছেন, আগের জেলিফিশ ভেসে আসার কারণ হিসেবে প্রাথমিকভাবে জেলিফিশ জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে মনে হয়েছিল। এবার তার কিছুটা সত্যতা পাওয়া গেল।


তিনি জানান, এ জেলিফিশটি হোয়াইট টাইপ জেলিফিশ। সাগরে যে সব জেলিফিশ রয়েছে তার মধ্যে এটি খাদ্য হিসেবে বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়।