আবারও টানা জালে আটকা পড়লো শত শত জেলিফিশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


আবারও টানা জালে আটকা পড়লো শত শত জেলিফিশ
টানা জালে আটকা পড়া জেলিফিশ| ছবি: জনবাণী

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও জেলেদের টানা জালে আটকা পড়েছে শত শত জেলিফিশ।


রবিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে মাছ ধরে আসা মহেশখালীর জেলেদের টানা জালে এসব জেলিফিল আটকা পড়ে। যা মারা গিয়ে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসছে।


সৈকতের বীচ কর্মী বেলাল হোসেন জানিয়েছেন, মহেশখালীর চর পাড়া থেকে আসা জেলেরা মাছ ধরে লাবণী পয়েন্টে টানা জাল পেলে। জালটি টেনে ক‚লে আনার পর দেখা যায় অল্প কিছু মাছ থাকলে শত শত জেলিফিশ। মাছ গুলো নিয়ে জেলিফিল ফেলে দেয়া হয়। যা এখন সৈকতে ভেসে আসছে। এর আগে শনিবার সকালেও অপর একটি টানা জালে শত শত জেলিফিশ আটকা পড়ে মারা গেছে। এর আগে ১১ নভেম্বর ও আগস্ট মাসের শুরুতে সৈকতের বিভিন্ন পয়েন্টে শত শত জেলিফিশ ভেসে আসে।


সৈকতে মারা যাওয়া জেলিফিশ ভেসে আসার খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর সহ একদল বিজ্ঞানী সরেজমিন পরিদর্শন করেছেন।


সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানিয়েছেন, বিভিন্ন সময় মৎস্যজীবীদের বিহুন্দি জালে জেলিফিশগুলো অযাচিতভাবে আটকা পড়ে মারা যায়। অযত্ন অবহেলায় সৈকতে পড়ে থাকা এই সাদা নুইন্যা বা হোয়াইট টাইপ জেলিফিশ খাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়। এটি ওষুধ ও প্রসাধন শিল্পেও ব্যবহার হয়। বঙ্গোপসাগর সাদা নুইন্যার আবাসস্থল হলেও বাংলাদেশে এর কোনো ব্যবহার নেই। অথচ বিশ্বে জেলিফিশের ৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে।


তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সাদা নুইন্যা নিয়ে গবেষণা শুরু করেছে। গত ৩ নভেম্বর বিশ্ব জেলিফিশ দিবস উপলক্ষে বুরির সম্মেলন কক্ষে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।


আরএক্স/