সাবেক কাউন্সিলর ডেইজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২
ডিএনসিসির সাবেক কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি ও মুহাম্মদ মাহমুদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
জানা গেছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে একই অভিযোগে ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের ডজনখানেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তিনটি ব্যাংকসহ সংশ্লিষ্ট ছয় প্রতিষ্ঠানের নথিপত্র তলব করে এর আগে চিঠি দিয়েছিল সংস্থাটি।
জেবি/ আরএইচ/