‘রাস্তায় সমাবেশের মৌখিক অনুমতি চেয়েছে বিএনপি’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৪ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২২


‘রাস্তায় সমাবেশের মৌখিক অনুমতি চেয়েছে বিএনপি’
ছবি: সংগৃহীত

ঢাকায় বিভাগীয় গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পেলেও বিএনপির পক্ষ থেকে সাফ জানিয়ে দিয়েছে তারা সেখানে সমাবেশ করবে না। সূত্র থেকে জানা গেছে, মৌখিকভাবে আরামবাগে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।


আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান এসব কথা গণমাধ্যমকে জানান।


তিনি বলেন, বিএনপি আমাদের কাছে আরামবাগে সমাবেশের জন্য মৌখিকভাবে অনুমতি চেয়েছে। তবে আরামবাগে বড় কোনো মাঠ নেই। তারা আরামবাগের সড়কেই অনুমতি চেয়েছে। 


এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, রাজধানীতে মাঠ ছাড়া রাস্তাঘাটে সমাবেশ করার অনুমতি বিএনপি পাবে না।