ছাত্রলীগ মাঠে আছে দাঁতভাঙা জবাব দিবে: জয়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৫ এএম, ৭ই ডিসেম্বর ২০২২

ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে আছে। ১০ ডিসেম্বর যদি বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁত ভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কথায় বড় না হয়ে কাজে বড়। বাংলাদেশ ছাত্রলীগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হয়। আমরা শুনেছি ছাত্রদলের নেতারা পরীক্ষার হলে না এলে নাকি ওইদিন পরীক্ষাই হতো না।
তিনি বলেন, করোনাকালে ছাত্রলীগ মানুষের পাশে থেকেছে। অন্যান্য ছাত্র সংগঠনগুলো করোনাকালে মানুষের জন্য কাজ করেনি। বরং ষড়যন্ত্র করেছে।
আল নাহিয়ান খান জয় বলেন, এখন আর দেশে টেন্ডারবাজি হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে চার বছরে অনার্স, এক বছরে মাস্টার্স হয়।