পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন চায় জামায়াত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৭ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন চায় জামায়াত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে আয়োজনের দাবিতে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।


সোমবার (১ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 


আরও পড়ুন: জনদুর্ভোগের আশঙ্কায় র‌্যালি কর্মসূচি বাতিল করেছে বিএনপি


এর আগে দলের আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে নির্বাহী পরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমির শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ পরিষদের সদস্যরা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সেই সনদের আলোকে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের দাবি জানান।


আরও পড়ুন: আইসিইউ থেকে কেবিনে নুর, উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার


এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। তবে এ পদ্ধতির বিরোধিতা করে আসছে বিএনপি।


এএস