জনদুর্ভোগের আশঙ্কায় র্যালি কর্মসূচি বাতিল করেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৮ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

বিএনপি রাজধানীতে জনদূর্ভোগের আশঙ্কায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষণা করা র্যালি বাতিল করেছে। এর পরিবর্তে নগরীর পুকুর, খাল ও নালা পরিষ্কারে মনোনিবেশ করবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার সাংবাদিকদের বলেন, “ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়।
আরও পড়ুন: বিএনপি বারবার ফিনিক্স পাখির মত ফিরে এসেছে: মির্জা ফখরুল
তাই র্যালি বাতিল করা হয়েছে। পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পুকুর, খাল এবং নালা পরিষ্কার কর্মসূচি পালন করবে।”
তিনি জানান, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন এবং সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরএক্স/