বিএনপি বারবার ফিনিক্স পাখির মত ফিরে এসেছে: মির্জা ফখরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১২ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


বিএনপি বারবার ফিনিক্স পাখির মত ফিরে এসেছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা চালানো হলেও প্রতিবারই দলটি ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: অশুভ অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান


মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। দলকে ধ্বংস করতে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা ও ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তা সত্ত্বেও বিএনপি প্রতিবারই শহীদ জিয়া, খালেদা জিয়া এবং বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে নতুন শক্তি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।


তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসন থেকে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন। অবশেষে জনগণের আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে—আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা।


সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনা হবে। এতে রাজনৈতিক ও নৈতিক পরিবর্তনের পাশাপাশি বাংলাদেশ উন্নয়নের পথে অগ্রসর হবে।


আরও পড়ুন: আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন এবং পোশাক শিল্পের প্রসারের ভিত্তি স্থাপন করেছিলেন। আর পরবর্তীতে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন।


অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।


আরএক্স/