ডাকসু নির্বাচন

আদালতের রায় নিয়ে সারজিসের প্রতিক্রিয়া


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৯ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


আদালতের রায় নিয়ে সারজিসের প্রতিক্রিয়া
ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। 


সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন বেঞ্চে এক রিট আবেদনের শুনানিতে এ আদেশ দেওয়া হয়।


আরও পড়ুন: জনদুর্ভোগের আশঙ্কায় র‌্যালি কর্মসূচি বাতিল করেছে বিএনপি


এদিকে আদালতের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ৯ সেপ্টেম্বরই ডাকসু হতে হবে। যারা ডাকসু পেছানোর ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে।”


আরেকটি পোস্টে সারজিস আরও জানান, “ডাকসু নির্বাচন যথাসময়ে হবে। হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হয়েছে।”


আরএক্স/