ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক ও এলাকাবাসী একাত্মতা প্রকাশ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি পেশ করে তারা।

শিক্ষার্থীরা ও অভিভাবকরা জানায়, দীর্ঘদিন থেকে রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের হাতে অনেক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। বর্তমানে ৯ম ও ১০ম শ্রেণির একাধিক ছাত্রীকে ওই প্রধান শিক্ষক মোবাইলে ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলেন। যার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষকের যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার, বহিষ্কার ও শাস্তির দাবি জানান তারা।

এসএ/