পছন্দের স্থানে না হলে নয়াপল্টনে সমাবেশ করব: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৩ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গ্রহণযোগ্য ও পছন্দনীয় স্থানের প্রস্তাব না করলে আমরা নয়াপল্টনেই সমাবেশ করব।
বুধবার (৭ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশের স্থানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি না দিলে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব আওয়ামী লীগকে করে দিতে হবে।
মির্জা আব্বাস বলেন, বিএনপির সার্থকতা হচ্ছে- সরকারকে নির্ঘুম করতে পেরেছে। ছাত্রলীগের সমাবেশের সময় বিভিন্ন রাস্তা বন্ধ করছে পুলিশ। অথচ বিএনপির বিষয়ে তারা ভিন্নরকম আচরন করছে।
তিনি বলেন, বিএনপির পক্ষ সমাবেশের জন্য যে জায়গায় আবেদন করা হয়েছে সেখানেই সমাবেশ হবে। এটা শান্তিপূর্ণ কর্মসূচি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। যদি বাধা সৃষ্টি করা হয় যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।