বিএনপির এ্যানি ও শিমুল গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০০ এএম, ৮ই ডিসেম্বর ২০২২

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩ জন কেন্দ্রীয় নেতাকে ইতমধ্যে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন , বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।
তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, রিজভীকে গ্রেফতারে পরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জেবি/ আরএইচ/