সবাই শান্ত থাকুন: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৭ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২২

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা শান্ত থাকুন।
ফখরুল বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনারা সবাই শান্ত ও স্বাভাবিক থাকুন।
এর আগে বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ শুরু হয়।
এদিকে ফখরুল অভিযোগ করে বলেন, তাকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বল প্রয়োগ করে তাকে কার্যালয়ের সামনে বসিয়ে রাখা হয়েছে।