রাজধানীর প্রবেশমুখে পুলিশের তল্লাশি

তল্লাশি করা হচ্ছে রাজধানীতে প্রবেশকারী প্রাইভেট কার, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহনে
বিজ্ঞাপন
নাশকতা এড়াতে রাজধানীর প্রবেশমুখ গাবতলিতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর আমিন বাজার ব্রিজ এলাকায়ও চেকপোস্ট ও ব্যাপক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে।
বিজ্ঞাপন
গতকাল রাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নিহত হন একজন, আহত হন শতাধিক।
বিজ্ঞাপন
জানা গেছে, ট্রাফিক ও থানার সমন্বয়ে এ কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ। তল্লাশি করা হচ্ছে রাজধানীতে প্রবেশকারী প্রাইভেট কার, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহনে।
এদিকে আগামী শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির গণসমাবেশ করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/