সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৭ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২
সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মোর্শেদ মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামে। তিনি ওই গ্রামের হজরত আলীর ছেলে।
বুধবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। মোর্শেদ নিহতের খবরে পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ বর্তমানে জেদ্দার একটি হাসপাতালের মর্গে আছে। এঘটনায় সৌদি পুলিশ ঘাতক মালবাহী ট্রাকটি আটক করলেও চালক এখনও পলাতক ।
নিহতের ফুফাতো ভাই কাঞ্চন আহমেদ বাবুল জানান, প্রায় বছর খানেক আগে জীবিকার তাগিদে গৃহ পরিজন ছেড়ে সৌদি আরবে যায় মোর্শেদ।
বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১০ টায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন।পথে একটি মালবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোর্শেদ নিহত হন। সৌদি আরবের আইনগত প্রক্রিয়া শেষে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।
এদিকে তরতাজা ছেলের অকাল মৃত্যুর সংবাদে বারবার মূর্ছা যাচ্ছেন পিতা-মাতা। বাকরুদ্ধ হয়ে গেছেন স্বজনরা। তাদেরকে সান্ত্বনা দেয়ার সাধ্য যেন নেই কারো। শুধু বাড়ি নয়, গোটা গ্রামেই চলছে শোকের মাতম। সদা হাস্যোজ্জ্বল সদালাপি নিষ্ঠাবান মোর্শেদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।