বিএনপি পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছিলো: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পূর্বাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা পরিকল্পিত। এর দায় বিএনপির নিতে হবে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি জমায়েত শুরু করে। সে ধারাবাহিকতায় পুলিশের ওপর আক্রমণও করে। তাই পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়।
তিনি বলেন, ডিসি হায়াত তাদের সাথে কথা বলতে গেলে তাকে আঘাত করা হয়। তার বডিগার্ডকে দা দিয়ে কোপ দেওয়া হয়। এখান থেকেই শুরু। পুলিশের ৩৫ সদস্য কাল আহত হয়েছেন। ৮ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি কার্যালয়ে পুলিশ ঢুকলে ১৫টি ককটেল পায়। তাদের বারবার বলা হয়েছে, জনসমাবেশ করতে মাঠ ব্যবহার করতে। সারাদেশে মাঠ ব্যবহার করে তারা সমাবেশ করেছে, যাতে সরকার সার্বিক সহায়তা করেছে।