গোপালগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাউজ দাড়িয়া (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত গাউজ দাড়িয়া গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামের আজিম দাড়িয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, গাউজ দাড়িয়া মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন। সকালে খানারপাড় গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/