কারাগারে রুটি সবজি খেলেন ফখরুল-আব্বাস-রিজিভী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২২

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে ফখরুল, আব্বাস ও রিজভীকে। সাধারণ বন্দিদের মতো তাদের সকাল বেলা নাস্তা দেওয়া হয়েছে রুটি-সবজি ও ডিম।
তারা ৩ জন সূর্যমুখী ভবনের আলাদা কক্ষে অন্যান্য বন্দীদের সঙ্গে রাত কাটান। শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা কেদ্রীয় কারগার থেকে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো জানা গেছে, সাধারণ বন্দী হিসেবে কারাগারে থাকার ফলে অন্যান্যদের মতী তাদের সবজি-রুটি ও ডিম দেওয়া হয়। এছাড়া দুপুর ও রাতে সাধারণ বন্দিদের জন্য যেটা বরাদ্দ থাকবে, তাদের সেই খাবারই দেওয়া হবে। তাদের ডিভিশনের কাজগপত্র না এখনো পাওয়া যায়নি। ডিভিশন হলে তাদের আলাদা কক্ষ ও আরও উন্নমাতের খাবার দেওয়া হতো।
জেবি/এসবি