আমাদের ঘরে ঘরে জিয়াউর রহমান: আফরোজা আব্বাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০২ এএম, ১১ই ডিসেম্বর ২০২২


আমাদের ঘরে ঘরে জিয়াউর রহমান: আফরোজা আব্বাস
আফরোজা আব্বাস | ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার হাত সাদা বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।


শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশস্থলে তিনি এ কথা বলেন। 


আফরোজা আব্বাস বলেন, আমার বাসার সামনে দেড়-দুইশো পুলিশ নিয়ে কিছু আওয়ামী লীগ কর্মী এসে বক্তব্য দেয়- খালেদা জিয়ার কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও৷ কালো হাত কার? খালেদা জিয়ার হাত সাদা হাত।


তিনি আরও বলেন, আওয়ামী নেতাকর্মীরা বাসার সামনে এসে বলে মির্জা আব্বাসের চামড়া তুলে নেবে। তারেক রহমানের চামড়া তুলে নেবে। আমি বলতে চাই পুলিশ রেখে আসেন। আমাদের ঘরে ঘরে জিয়াউর রহমান, ঘরে ঘরে তারেক রহমান।