মুগদায় আ. লীগ বিএনপি সং’ঘ’র্ষ গাড়িতে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৭ এএম, ১১ই ডিসেম্বর ২০২২

রাজধানীর মুগদা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রকিবুল হাসান বলেন, আমরা কিছুক্ষণ আগে একটি খবর পেয়েছি কমলাপুর ব্রিজের নিচে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য।
সবুজবাগ থানার ওসি আসগর আলী বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটি মুগদা হাসপাতালের সামনে ঘটেছে। এটি মুগদা থানার মধ্যে।
মুগদা থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি আমাদের থানা এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায়।