রাস্তাঘা বন্ধ করে সমাবেশ করা সংবিধানের কোথাও নেই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৯ এএম, ১১ই ডিসেম্বর ২০২২

রাস্তাঘা বন্ধ করে সভা-সমাবেশ করা সংবিধানের কোথাও নেই। মানবিধিকার লঙঘনকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদেশে রাষ্ট্রদূতদের সতর্ক করে তিনি বলেন, রাষ্ট্রদূতরা তাদের দেশের পরিস্থিতি মাথায় রেখে কথা বলা উচিত। তাদের এমনভাবে কথা বলা উচিত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।
আইনমন্ত্রী বলেন, যারা মানবাধিকারের কথা বলেছেন তাদের দেশেই মানবধিকার লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া হবে।
এ সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলেও জানান তিনি।
জেবি/এসবি