আজকের সমাবেশে ৭টি বোমা ফাটিয়েছি: গয়েশ্বর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৯ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২

দেশের এত রিজার্ভ গেল কোথায়? এগুলো প্রধানমন্ত্রী ও তার আত্মীয়-স্বজন্দের কাছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েস্বর চন্দ্র রায় বলেন, আমরা ৯টি খেলায় জয় লাভ করেছি। দশম সমাবেশে বাধা দিতে এমন কোনো চেষ্টা নেই, যা তারা করেনি। অবশেষে সেই বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে জানানো হয়েছে বিএনপির ৭ এমপি ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, আজকের সমাবেশে আমরা ৭টি বোমা ফাটিয়েছি। তা হলো সংসদ থেকে পদত্যাগ।