মানুষ খুনের রাজনীতিতে বিশ্বাস করে না: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩১ এএম, ১১ই ডিসেম্বর ২০২২

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে সংসদ অচল হবে না।
ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও খুনের বাংলাদেশে ফিরে যেতে চায় না। মানুষ খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। মানুষ এখন শান্তি চায়।
আজ শনিবার (১০ ডিসেম্বর) সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা এবং সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সাভারে রেডিও কলোনির কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
এর আগে আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাভারের জনসভায় যোগ দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এ সময় তারা নানা স্লোগান দেন।a