গণসমাবেশ
নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৬ পূর্বাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২২

বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেছেন, ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষে হয়েছে। আপনারা (নেতাকর্মী) শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই সরকারের পতন ঘটাবো। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়ি ফিরে যাবেন। এটা আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি বলছি।
আমানউল্লাহ আমান বলেন, ‘আজ আমরা এখান থেকে খবর পেলাম, এ গণসমাবেশ মহাসমাবেশে রূপ নিয়েছে। চারদিকে মানুষ আর মানুষ।
দ্রুতই খালেদা জিয়া ক্ষমতায় আসবেন আশাবাদ ব্যক্ত করে আমান বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দ্রুত ক্ষমতায় আসবে।