বিএনপির সাবেক এমপিদের নেওয়া সুবিধার তথ্য চেয়ে নোটিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২৯ এএম, ১৩ই ডিসেম্বর ২০২২

পদত্যাগ করা বিএনপির ৭ সংসদ সদস্যরা গাড়ি-প্লটসহ আইন অনুযায়ী কি কি সুযোগ সুবিধা নিয়েছেন তার তথ্য চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১২ ডিসেম্বর) আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সংসদ সচিবালয়ের সচিব,অর্থ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বরাবরে এ নোটিশ পাঠান।
নোটিশ গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তথ্য না পেলে আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন ব্যারিস্টার সুমন।