বঙ্গবন্ধুর সমাধিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:১১ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২


বঙ্গবন্ধুর সমাধিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের শ্রদ্ধা
বঙ্গবন্ধু সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।


মঙ্গলবার (১৩ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  


এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ  চন্দ, ড. তানিয়া হক,  কাওসার আহমেদ, কমিশনের সচিব নারায়ন চন্দ্র সরকার, পরিচালক (অভিযোগ ও তদন্ত) আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ-পরিচালক মো. কামাল উদ্দিন, উপ-পরিচালক মো. আজহার হোসেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ৭৫’-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।


এরপর চেয়ারম্যান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।


পরে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।