বাগেরহাটে ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৫ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২
বিজয়ের মাস উপলক্ষ্যে বাগেরহাটের উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতনে ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প কর্মসূচি করা হয়েছে। বুধবার দিন ব্যাপী বাগেরহাট সদরের সামছুদ্দীন-নাহার ট্রাষ্টের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বিনামূল্যে দাতের পরীক্ষা ও দাত সুরক্ষায় পরামর্শ প্রদান করা হয়।
বাগেরহাট জেলা শহরের মঈন ডেন্টাল ক্লিনিকের উদ্যোগে শিক্ষার্থীদের দাতের চেকআপ ও দাত সুরক্ষায় করনীয় পরামর্শ প্রদান করেন ডেন্টাল সার্জন ডা. মঈন ইবনে কাওছার ও ডা. নুসরাত আরিফা রহমান।
শিক্ষার্থীদের দাত চেকআপের পাশাপাশি প্রতিজন কে টুথ পেষ্ট, ব্রাশ ও নোট প্যাড প্রদান করা হয়। এ সময় বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক দীপংকর পাল ও ট্রাষ্টের প্রধান সমন্বয়কারী সুব্রত কুমার মুখার্জীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্রি ডেন্টাল চেক-আপ ক্যাম্প কর্মসুচীর অন্যতম চিকিৎসক ডা. মঈন ইবনে কাওছার বলেন, দাত অমূল্য সম্পদ। আর এ দাত সুরক্ষায় আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। শিশুকাল থেকেই দাতের যত্ন নিতে হয়। নিয়মিত দাতের চেকআপ করতে হয়।