ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২


ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে দিয়ে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।


বুধবার (১৪ ডিসেম্বর) এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা উল্লেখযোগ্য।


বুধবার সকাল ১০টার দিকে প্রশাসন ভবন থেকে কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালি বের হয়। এরপর শোক র‌্যালি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে দিয়ে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে শেষ হয়।


শোক র‌্যালি শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। এরপর একে একে শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, পরিষদ, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।


শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ শ ম শোয়াইব আহমদ।


প্রসঙ্গত, এর আগে রাত ১২টা ০১ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহীদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।


আরএক্স/