পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪২ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২

ঝিনাইদহে পানিতে ডুবে দুই ভাইয়ের প্রাণহানি হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহেতা হলো- কাফিন (৭) ও সাফিন (৫)। এরা দুজনই উপজেলার কুশাবাড়িয়া গ্রামের সেনাসদস্য শিপন মুন্সীর ছেলে।
জানা গেছে,দুই ভাইয়ে দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এসময় তাদের পানিতে ভাসতে দেখে এক শিশু পরিবারের লোকজনকে খবর দেয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

খুলনার রায়েরমহল টু কৈয়া সড়ক সংস্কারের ২ মাস না যেতেই অসংখ্য খানাখন্দ

মহেশপুরে বজ্রপাত থেকে বাঁচতে তালগাছ রোপণের উদ্যোগ

কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার: বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ঝিনাইদহে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা
