উখিয়া থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১৫।
বিজ্ঞাপন
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
আটক সাইফুল পালংখালী ইউপির ফাড়ির বিল এলাকার সামসুল আলমের ছেলে। এসময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, বুধবার গভীর রাতে আটক সাইফুলের বসতবাড়ির সামনে মাটিতে পুতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএক্স/








