‘বিজয় নস্যাৎ করতে বিএনপি ষড়যন্ত্র করেছে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৫ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক। দলটি ষড়যন্ত্র শুরু করেছে বিজয়কে নস্যাৎ করতে।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, এ অশুভ শক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শক্তিকে প্রতিহত করবো। সম্পূর্ণভাবে পরাজিত করবো এই হোক আজকের শপথ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।