বিএনপি জাতির সঙ্গে ছলচাতুরি করেছে: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করেছে বলে মন্তব্য দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের, বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয় বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই।
তিনি আরও বলেন, তারা গণতন্ত্র গিলে খেয়েছে, এতো বছর আমাদের গণতন্ত্র ছিল না। আমাদের সঙ্গে চাতুরি করেছে, আমরা কারও সঙ্গে চাতুরি করিনি। আমরা কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করিনি, হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছি।
জেবি/এসবি