রাজধানীতে বিজয় মিছিল করছে আওয়ামী লীগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৮ এএম, ১৮ই ডিসেম্বর ২০২২


রাজধানীতে বিজয় মিছিল করছে আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

মহান স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুপুর সোয়া দুইটায় শুরু হয় বিজয় মিছিল।


আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বিজয় মিছিলটি বের করেছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।  


বিজয় মিছিলের উদ্বোধন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।


মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে এলিফেন্ট রোড দিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে।  


বিজয় মিছিলে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


নেতাকর্মীরা কেউ ট্রাকে, কেউ মিছিলে অংশ নিয়েছেন পায়ে হেঁটে। মিছিলে দেখা গেছে লাল-সবুজের আবহ।