কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে আরও ১৬ কর্মকর্তার যোগদান


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৩ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে আরও ১৬ কর্মকর্তার যোগদান
১৬ কর্মকর্তার বিভিন্ন পদে যোগদান

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক) নতুন নিয়োগ পাওয়া ১৬ কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে যোগদান করেছেন।


শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কউকের মাল্টিপারপাস হল রুমে নব নিযুক্তদের যোগদান ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, ‘আগে আমাদের দেশকে তলা বিহীন ঝুড়ি আখ্যা দিয়ে ছোট করে কথা বলতো অনেকে। এখন সেই সুযোগ পায় না তারা। আমাদের দেশ এখন অনেক উন্নত। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা। 


বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো এগিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের দেশ মধ্য আয়ের দেশে চলে এসেছে।’ নতুন নিয়োগ পাওয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের আন্তরিকভাবে রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে। তাই পরিশ্রমের সঙ্গে কাজকে কাজের মতো করে করতে হবে। সুন্দরভাবে পথ চলতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।’


সভাপতির বক্তব্যে কউক চেয়ারম্যান কমডোর (অব.) মোহাম্মদ নুরুল আবছার বলেন,বিজয়ের মাসে নতুনদের শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। তাঁর কন্যা শেখ হাসিনা উপহার দিচ্ছেন সুন্দর ও উন্নত দেশ। তিনি কক্সবাজারের উন্নয়নের রূপকার। তার আন্তরিক প্রচেষ্টায় কক্সবাজারে বিশাল কর্মযজ্ঞ চলছে।’


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কউক সদস্য প্রকৌশল লে. কর্নেল খিজির খান, কউক সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ (মানবসম্পদ) প্রমুখ।


আরএক্স/