জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নিবে: রওশন এরশাদ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৯ এএম, ১৮ই ডিসেম্বর ২০২২


জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নিবে: রওশন এরশাদ
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, আগামীতে অনুষ্ঠিত দেশের সব নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রেখে পার্টিকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।


আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে কার্যালয়ে এক আলোচনা সভায় রওশন এরশাদ এ কথা জানান।


রওশন এরশাদ বলেন, দেশের সব ক্রান্তিকালেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছিলো। ঠিক এ ধারাবাহিকতায় এবারও সব ধরনের নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে।


রওশন এরশাদ আরও বলেন, সেদিন পার্টির শীর্ষনেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেকের ঘরবাড়ি। সেই থেকে দেশে প্রতিহিংসার রাজনীতির শুরু হয়।


পার্টির জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।